চুয়াডাঙ্গাতেও বাস ধর্মঘট
ঢাকা-চুয়াডাঙ্গা রুটেও ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। খুলনা ও যশোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়ন এ ঘোষণা দিয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে খুলনা ও যশোরের পাশাপাশি চুয়াডাঙ্গার সঙ্গেও বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
চুয়াডাঙ্গা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানিয়েছেন, খুলনা ও যশোরের পরিবহন শ্রমিকদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম এবং খুলনাগামী বাসগুলো চুয়াডাঙ্গা থেকে ছেড়ে মেহেরপুর এবং ঝিনাইদহ হয়ে চলাচল করে। ধর্মঘটের ঘোষণায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেলেও স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় যশোরে প্রশাসনের সাথে শ্রমিক নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক ফলপ্রসূ না হলে অভ্যন্তরীণ রুটেও সকল প্রকার বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
গত সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে সোহাগ পরিবহনের একটি বাস বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ফরিদপুর পৌঁছালে যাত্রীবেশী সাত ডাকাত ডাকাতি শুরু করে। চালক ফরিদপুরের মধুখালী থানায় গিয়ে মামলা করতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন মামলা না নিয়ে চালক আয়নাল ও সোহাগ পরিবহনের কর্মচারীকে (চেকার) আটক করেন। ঘটনার প্রতিবাদে এবং বাসচালক ও কর্মচারীর মুক্তির দাবিতে তিনদিন ধরে বাস ধর্মঘট চালিয়ে আসছেন খুলনাসহ ছয়টি জেলার পরিবহন শ্রমিকরা।