ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক

Looks like you've blocked notifications!

কিউবার সাবেক প্রেসিডেন্ট এবং বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার রাতে কিউবার রাজধানী হাভানায় ৯০ বছর বয়সে মারা যান ফিদেল কাস্ত্রো। আজ শনিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বার্তায় শোক প্রকাশ করেন।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বিশ্বরাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হবে তা কখনোই পূর্ণ হবে না।

বিশ্বে শোষিত মানুষের অধিকার পুনরুদ্ধারে তাঁর সংগ্রামী অবদান বিশ্বের মানুষ চিরকাল স্মরণ রাখবে।

রাষ্ট্রপতি কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর ভাই কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেন, কিউবার বিপ্লবের প্রধান কমান্ডার আজ সন্ধ্যা ২২:২৯ মিনিটে (গ্রিনিচমান সময় শনিবার ৩:২৯) মারা যান।