গোলাগুলি, ধর্মমন্ত্রীর ভাইয়ের অস্ত্র-গুলি জব্দ

Looks like you've blocked notifications!
আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধর্মমন্ত্রীর ছোট ভাই আফাজ উদ্দিন সরকার। ফাইল ছবি

গোলাগুলির ঘটনার জের ধরে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছোট ভাই আফাজ উদ্দিন সরকারের নিবন্ধনকৃত অস্ত্র ও গুলি জব্দ করেছে পুলিশ। একই সাথে যুবলীগকর্মী শাহিনুর ইসলামের অস্ত্রও জব্দ করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকারের নিবন্ধনকৃত শটগান ও ৪৮টি গুলি তাঁর আকুয়ার বাসা থেকে জব্দ করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান। তিনি আরো জানান, যুবলীগকর্মী শাহীনুর ইসলামের শটগান ও ৯৭টি গুলিও তাঁর বাসা থেকে জব্দ করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এনটিভি অনলাইনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ দুটি অস্ত্র ও গুলি জব্দ করেছে।

গত ২ মে আকুয়া এলাকায় আফাজ উদ্দিন সরকার ও শাহিনুর ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মস্তু নামের বালু শ্রমিক গুলিবিদ্ধ হন।

আফাজ উদ্দিন সরকার এনটিভি অনলাইনকে বলেন, ‘গোলাগুলির ঘটনার জের ধরেই দুজনের অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।’ তিনি দাবি করেন, এই অস্ত্র কেনার পর থেকে একটি গুলিও খরচ করেননি।
 
ওই দিন ১৭টি গুলির খোসা পাওয়া যায়। এগুলো কার অস্ত্রের গুলি সেটি পরীক্ষা করে বের করারও দাবি জানান ধর্মমন্ত্রীর ছোট ভাই।