এসপিএল খেলতে নেমেই ম্যাচসেরা অাশরাফুল

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি-২০১৬ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। পাশে আছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ছবি : এনটিভি

সিরাজগঞ্জ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগ (এসপিএল) টি-টোয়েন্টি-২০১৬ টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ শনিবার সকালে শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

ঢাকার বিপিএলের আদলে গড়া এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেশের সেরা ক্রিকেটাররা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জ টাইগার্স বনাম সিরাজগঞ্জ নাইট রাইডার্স। সিরাজগঞ্জ টাইগার্সের পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলায় অংশ নেন। সিরাজগঞ্জ টাইগার্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৮ রান করে। জবাবে সিরাজগঞ্জ নাইট রাইডার্স সব উইকেট হারিয়ে ১৪৪ রান করে। ৪ রানে জেতেন আশরাফুলরা। আশরাফুল ৬০ রান করেন। পরে তিনটি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

এসপিএলে ছয়টি দল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনী করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে চলতে শিখায়। তাই এ ধরনের চর্চা প্রতিনিয়তই থাকা দরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি গাজী শফিকুল ইসলাম শফি।