গোয়ালন্দে ৫ মন্দিরের প্রতিমা ভাঙচুর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরকাচরোন্দ গ্রামে গতকাল সোমবার রাতে হিন্দুদের পাঁচ পরিবারের শিব ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আসাদুজ্জামান ও গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ।
যাদের বাড়ির প্রতিমা ভাঙচুর হয়েছে তাঁরা হচ্ছেন পার্থবরণ দাস, পলান কর্মকার, রতন কর্মকার, সমর শীল ও মন্টুলাল শীল। এদের মধ্যে দুর্বৃত্তরা রতন কর্মকারের মন্দিরের শিব ঠাকুরের প্রতিমা নিয়ে চলে গেছে।
ক্ষতিগ্রস্ত মন্টু শীলের স্ত্রী মহারানি বলেন, ‘ভোরের দিকে ঘুম থেকে উঠে আমরা ভাঙচুর করা অবস্থায় প্রতিমা দেখি। দীর্ঘদিন আমরা এ এলাকায় হিন্দু-মুসলমান মিলেমিশে এখানে বসবাস করছি। আমাদের প্রতিটি পূজা- অর্চনায় সবাই মিলে মিশে উৎসবের আমেজে উদযাপন করে থাকি। কিন্তু কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।’
এদিকে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত বিছিন্ন ঘটনা। যারা এই অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।