দক্ষিণাঞ্চল হবে সিঙ্গাপুর : আমু
দক্ষিণাঞ্চলে যেভাবে উন্নয়নমূলক কাজ চলছে, তাতে আগামী দিনে এলাকাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুরে রূপান্তরিত হবে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ শুক্রবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ব্ক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘আমাদের একসময় বলা হতো গরিব দেশ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ করছেন। পাশাপাশি এদিকে পায়রা বন্দরের কাজও চলছে দ্রুতগতিতে। এ দুটি কাজ যদি হয়ে যায়, তাহলে আমার মনে হয় আগামী দিনে এই দক্ষিণাঞ্চল হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর। দক্ষিণাঞ্চলের উন্নয়নের ব্যাপারে শেখ হাসিনার কোনো কার্পণ্য নেই।’
কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তরের জন্য সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, এসবের পরও দক্ষিণাঞ্চলের মানুষের অকৃতজ্ঞ হওয়া উচিত হবে না।
আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণাঞ্চলে বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও মেডিকেল কলেজ স্থাপনসহ নানা উন্নয়ন হয়েছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যা কিছু অর্জন, তার সবই আওয়ামী লীগ আমলেই হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। গ্রাম-গঞ্জেও আজ আর কোনো অভাব নেই বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
সম্মেলনে আরো বক্তব্য দেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম প্রমুখ।