যশোরে ‘সন্ত্রাসীদের গোলাগুলি’তে যুবক নিহত

Looks like you've blocked notifications!
যশোর সদর উপজেলায় আজ ভোররাতে দুই দল ‘সন্ত্রাসীর গোলাগুলি’তে এক যুবক নিহত হন। তাঁর যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। ছবি : এনটিভি

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় দুই দল ‘সন্ত্রাসীর গোলাগুলি’তে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক বেনাপোলের ছোট আঁচড়া এলাকার বাসিন্দা রিপন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া স্কুলের সামনে দুদল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় গুলিবিদ্ধ যুবকের। তাঁর মাথার ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়েছে।

ওসি আরো জানান, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।