বিকেলে ভূমিহীনদের পক্ষে বিজয়ের স্লোগান, রাতে মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিলকুড়ালিয়া খাসজমি উদ্ধার আন্দোলনের নায়ক, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান ওরফে রানা মাস্টার (৬৫) আর নেই। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার কুবিরদিয়ার গ্রামের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রানা মাস্টার স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রানা মাস্টারের মেজ ছেলে নূরে আলম মঞ্জু জানান, দীর্ঘ ২২ বছর আন্দোলন সংগ্রামের পর বিলকুড়ালিয়ার খাসজমি ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত করে দেয় সরকার। গতকাল বুধবার বিকেলে চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. আব্দুল হান্নান ভূমিহীনদের মধ্যে কবুলিয়াতি দলিল হস্তান্তর করেন। সেখানে শেষবারের মতো ভূমিহীনদের পক্ষে বিজয়ের স্লোগান দেন সবার প্রিয় মুখ রানা মাস্টার। এরপর বাড়ি ফিরে রাত ১০টার দিকে অসুস্থ বোধ করেন। রাতেই তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বাড়ির অদূরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আতাউর রহমান রানা।
এদিকে মুক্তিযোদ্ধা ও শিক্ষক রানা মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোকে বাকরুদ্ধ রানা মাস্টারের প্রিয় ভূমিহীনরা। বিলপাড়ের প্রতিটি বাড়িতে চলছে আহাজারি।
আজ বৃহস্পতিবার বাদ জোহর কুবিরদিয়ার এম কে আর দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদান এবং জানাজা শেষে রানা মাস্টারকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে রানা মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মকবুল হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, রানা মাস্টারের কৃতী ছাত্র নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, সাবেক পৌর মেয়র অধ্যাপক আবদুল মান্নান, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম শেহেলী লায়লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আঁখি নূর ইসলাম রেমন, সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস এম মোজাহারুল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, পারখিদিরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও এলডিওর সভাপতি আফতাব হোসেন।