ভোলায় কমিউনিটি পুলিশিং র্যালি ও জঙ্গিবিরোধী সমাবেশ
ভোলায় কমিউনিটি পুলিশিং শোভাযাত্রা এবং জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সমাবেশস্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় কমিউনিটি পুলিশিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ফেস্টুন বহন করা হয়। এর আগে সমাবেশস্থলে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে শত শত মানুষ মিছিল নিয়ে আসেন।
এ সময় তাঁরা দেশের ঐতিহ্যবাহী লাঠিখেলা প্রদর্শন করেন। প্রধান অতিথি তোফায়েল আহমেদসহ অতিথিরা জাতীয় ও পুলিশের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশের উদ্বোধন করেন।
এদিকে ভোলা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও অ্যাডভোকেট মমতাজ বেগম, আইজিপি এ কে এম শহীদুল হক। এ সময় বক্তারা সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে সবাইকে সচেতন এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।