নিখোঁজের এক সপ্তাহ পর অটোচালকের লাশ উদ্ধার

নিখোঁজের এক সপ্তাহ পর সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে সিএনজিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ডাবর সেতু এলাকার মহাসিং নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
নিহত ইকবাল হোসেনের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার রুপিয়া গ্রামে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, গত ১৮ মে বিকেল থেকে ইকবাল হোসেন নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি।
সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের চাচাতো ভাই জামা ও জুতা দেখে ইকবাল হোসেনের পরিচয় নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই চালককে খুন করে ছদ্মবেশী যাত্রীরা।