পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না নাহিদ-রতনের

Looks like you've blocked notifications!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আজ রোববার সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে সপ্তম শ্রেণির দুই ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই শিক্ষার্থী।

আজ রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার উত্তর হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর এলাকার আনসার আলীর ছেলে নাহিদ হোসেন (১৩) এবং একই উপজেলার একই গ্রামের লক্ষণের ছেলে রতন সাহা (১৪)। তারা গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

পুলিশ জানায়, দুপুরে বার্ষিক পরীক্ষা শেষে রতন, নাহিদ, গৌরাঙ্গ ও ইমন অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। পথে উত্তর হিজলতলী এলাকায় ঢাকাগামী নাইট স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আহত চারজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রতন ও নাহিদকে মৃত ঘোষণা করেন।

গোড়াই হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান জানান, রতন ও নাহিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাসটি আটক করা হয়েছে।