তিন মাসের মধ্যে আশুগঞ্জে উপজেলা আ. লীগের সম্মেলন
আগামী তিন মাসের মধ্যে আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগকে সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ নির্দেশ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. ওবায়দুল মোক্তাদির চৌধুরী।
এতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন, আব্দুল হান্নান রতন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি সাইদুর রহমান, ডাক্তার মোবারক আলী চৌধুরী, চরজারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আইয়ুব খান প্রমুখ।