রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে আইনজীবীদের মানববন্ধন। ছবি : এনটিভি

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে আইনজীবীরা মানববন্ধন করেছেন। জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সোমবার দুপুরে আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মো. শেরে নূর আলী, সমিতির সাবেক সভাপতি আপ্তাবউদ্দিন আহমদ।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, হোসেন তওফিক চৌধুরী, সৈয়দ সায়েখ আহমদ, রবিউল লেইস রোকেশ, মো. মফচ্ছির মিয়া, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, মানিক লাল দে, মো. চান মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গণহত্যা চালাচ্ছে দেশটির সরকারি বাহিনী। এ মানবতাবিরোধী অপরাধ বন্ধে জাতিসংঘ দায়সারা ভূমিকা পালন করছে।

রোহিঙ্গাদের জীবন ও সম্পদ রক্ষায় বিশ্ব নেতৃত্বকে মিয়ানমারের ওপর কঠোর চাপ প্রয়োগের আহ্বান জানান আইনজীবীরা।