খেলোয়াড়দের ওপর হামলা, শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

Looks like you've blocked notifications!
শেরপুর সরকারি কলেজের শরীরচর্চার শিক্ষকসহ ১৯ খেলোয়াড়কে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি : এনটিভি

ঢাকা শিক্ষা বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট ফাইনাল খেলায় শেরপুর সরকারি কলেজের শরীরচর্চার শিক্ষকসহ ১৯ খেলোয়াড়কে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন করে তারা। শিক্ষার্থীদের এই মানববন্ধনে যোগ দেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা।

গত রোববার টাঙ্গাইলের এমএম কলেজের মাঠে কলেজ দলের সঙ্গে শেরপুর সরকারি কলেজের ক্রিকেট খেলা হয়। দুই দল ১১২ রান করলে আম্পায়ার খেলা নিষ্পত্তির জন্য সুপার ওভারে না নিয়ে ড্র ঘোষণা করে। এতে আপত্তি জানায় শেরপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি, আম্পায়ার তাদের পক্ষে একটি নো বল দেয়নি। দিলে তারা জয়ী হতো। আবার খেলা সুপার ওভারেও নেয়নি। তাই বিকেলে বিষয়টি তারা ঢাকা শিক্ষা বোর্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানায়। এর জের ধরে কলেজ মাঠেই এমএম কলেজের খেলোয়াড়রা শেরপুর কলেজের শরীর চর্চার শিক্ষক মঞ্জুরুল হকসহ খেলোয়াড়দের পিটিয়ে আহত করে। স্থানীয়রা পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আর এর প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে আজ মানববন্ধন করে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।