কলড্রপে জানুয়ারি থেকে কঠোর উদ্যোগ : তারানা

Looks like you've blocked notifications!
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ছবি : এনটিভি

মোবাইল ফোনে কলড্রপের বিপরীতে ক্ষতিপূরণের বিষয়টি জানুয়ারি থেকে আরো কঠোরভাবে তদারকি করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীস এ কথা বলেন। এর আগে ঢাকায় মালয়েশিয়ার নবনিযুক্ত হাইকমিশনার নূর আশিকিন মোহাম্মদ তাইব তার সঙ্গে সাক্ষাৎ করেন।

মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল একীভূত হয়েছে এবং এটি একটি মালয়েশীয় কোম্পানি উল্লেখ করে তারানা এ ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ আশা করেন।

মোবাইল ফোনে কলড্রপের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত অপারেটরদের স্বউদ্যোগী হয়ে অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও একটি কোম্পানি বাদে আর কেউ তা ফেরত দেয়নি। তাই জানুয়ারি থেকে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।