ছয় গুণীকে সংবর্ধনা আশুগঞ্জ প্রেসক্লাবের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় গুণীজনকে প্রেসক্লাব অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
এঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী (উন্নয়ন), কবি আব্দুল কাদির (সাহিত্য-মরণোত্তর), সাবেক সচিব শফিউল আলম (প্রশাসন-মরণোত্তর), হাজি আব্দুল জলিল (শিক্ষা-মরণোত্তর), হাজি খুরশিদ সিকদার (কৃষি-মরণোত্তর) ও হাজি মো. বজলুর রহমান ভূঁইয়া (সমাজসেবা-মরণোত্তর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক মো. শাহ আলমগীর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম (বার), আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, লায়ন মো. ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ, তৌহিদুল আলম, আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, মুক্তযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ মোজাম্মেল হক, সাদেকুল ইসলাম সাচ্চু।