কাদের সিদ্দিকী এখন জামায়াতের সমর্থক : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর মতিঝিলে নিরবচ্ছিন্ন অবস্থানে বঙ্গবীর কাদের সিদ্দিকী (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি : ফোকাস বাংলা

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘কাদের সিদ্দিকী একজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এখন তো তিনি ‌জামায়াতের সমর্থক।’

আজ রোববার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা এক মন্তব্যের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।  দুপুর ১২টার দিকে সম্মেলনটি শুরু হয়ে ১টায় শেষ হয়। এতে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল মতিঝিলে অনশনরত অবস্থায় দেওয়া এক বক্তব্যে বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্য শুনলে আমার বুক চিন চিন করে ওঠে। ’৭৫-এর ১৫ আগস্টের আগে সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী প্রতিষ্ঠা করে এবং এর নেতৃত্ব দিয়ে তিনি সারা দেশকে অস্থিতিশীল করে তুলেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিলেন। আজকে তিনি সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কথা বলেন। এটা বড়ই বেমানান।’