শেরপুরে নকলনবিসদের অনির্দিষ্টকালের কলমবিরতি অব্যাহত

Looks like you've blocked notifications!
শেরপুরে নকলনবিসদের অনির্দিষ্টকালের কলম ও কর্মবিরতি অব্যাহত থাকায় চেয়ার-টেবিল ফাঁকা পড়ে আছে। ছবি : এনটিভি

শেরপুরে নকলনবিসরা (এক্সট্রা মোহরার) অনির্দিষ্টকালের কলম ও কর্মবিরতি পালন করছেন। এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের ডাকে কলম বিরতির চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার শেরপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির নকল ও বালাম বই লেখা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দলিল করতে এবং নিতে আসা মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

গত ৫ ডিসেম্বর থেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ডাকে জাতীয় বেতন কাঠামোয়  চাকরি অন্তর্ভুক্ত করা ও দেড় বছরের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এই আন্দোলন  চালিয়ে যাচ্ছে নকলনবিসরা।

জেলা নকলনবিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বলেন, দীর্ঘ দেড় বছর ধরে সরকার নকলনবিসদের বেতন বন্ধ রেখেছে। এ ছাড়া নকলনবিসদের চাকরিও স্থায়ী হচ্ছে  না। যার ফলে নকলনবিসরা পরিবার-পরিজন নিয়ে দুঃসহ  জীবনযাপন করছে।