দিনাজপুরে ঝড়ে নিহত ৪
দিনাজপুরে ঝড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। গতকাল শনিবার রাতে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কয়েক দফা ঝড়ে নবাবগঞ্জ, ফুলবাড়ী ও চিরিরবন্দর উপজেলায় গাছচাপা ও দেয়াল ধসে এদের মৃত্যু হয়।
এরা হলেন ফুলবাড়ী উপজেলার খয়েরপুকুর গ্রামের মুকুল চন্দ্র রায়ের স্ত্রী মিতু রায় (২২), নবাবগঞ্জ উপজেলার হাতিশাল গ্রামের সিরাজুল ইসলাম (৬০) ও তাঁর নাতি সাব্বির (৮) এবং চিরিরবন্দর উপজেলার কামারপাড়ার আলেয়া বেগম।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাক এবং চিরিরবন্দর থানার ওসি আনিসুজ্জামান আনিস নিহত হওয়ার ঘটনা এনটিভিকে নিশ্চিত করেছেন।
এদিকে ঝড়ে শত শত ঘরবাড়ি ভেঙে গেছে। উপড়ে গেছে হাজার হাজার গাছ। লিচু ও আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।