নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Looks like you've blocked notifications!

নেত্রকোণায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নেত্রকোনা জেলা শাখার আয়োজনে শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলে এসে শেষ হয় ।

পরে নেত্রকোনা মানবাধিকার সংস্থার সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হোয়দার জাহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম আপেল, উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আরিফুল ইসলাম রিপন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুস শাহদাদ নাজু, সাংবাদিক আবদুল্লাহ, কবি এনামুল হক পলাশসহ অন্যরা ।

এ সময় বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদেরকে গণহত্যা, নির্যাতন ও দেশত্যাগে বাধ্য  করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে অং সান সূচীকে এধরনের মানবতাবিরোধী কর্মকান্ডের দায়ে আন্তর্জাতিক আদালতে তাঁর বিচারের দাবী জানান তারা ।

এ সময় জেলা পর্যায়ের সামাজিক সাংষ্কৃতিক নেতৃবৃন্দ সহ গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।