নগরে ট্যাক্সের বোঝা কমাব : সাখাওয়াত

Looks like you've blocked notifications!
গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান। ছবি : এনটিভি

মেয়র নির্বাচিত হলে নগরবাসীর ওপর থেকে করের বোঝা কমাবেন বলে অঙ্গীকার করেছেন সাখাওয়াত হোসেন খান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির এই প্রার্থী বলেন, ‘হোল্ডিং ট্যাক্স বেড়েছে। ট্রেড লাইসেন্স নেওয়াও এখন খুব ব্যয়সাপেক্ষ ব্যাপার। নির্বাচিত হলে ট্যাক্সের বোঝা কমাব।’

আজ রোববার নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন সাখাওয়াত হোসেন খান। মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাখাওয়াত। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নাগরিকদের ওপর কাবুলিওয়ালার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। হোল্ডিং ট্যাক্স যেখানে ৫০০ টাকা ছিল, সেখানে সেটা এখন ১৮ থেকে ২০ হাজার টাকা। যেটা পাঁচ হাজার টাকা ছিল, তা এক লাখ থেকে দেড় লাখ টাকা করা হয়েছে। ট্রেড লাইসেন্স নেওয়াও এখন খুব ব্যয়সাপেক্ষ ব্যাপার। নির্বাচিত হলে ট্যাক্সের বোঝা কমাব।’

নির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে সাখাওয়াত বলেন, ‘নির্বাচনের পরিবেশ রক্ষা করবে এবং মানুষের ভোটাধিকার দিবে, সরকার এবং নির্বাচন কমিশনের ওপর এ ভরসা করেই নির্বাচন করছি। আমরা শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনা মোতায়েনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু সরকারি দলের প্রার্থী গতানুগতিকভাবে সেনাবাহিনীর বিরোধিতা করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ওই প্রার্থীর সুরেই কথা বলেছেন। যার কারণে আমরা হতাশ। নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু নির্বাচন চাই। আর এজন্য সেনা মোতায়েন করা হোক।’

সাখাওয়াত আরো বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। একজন সাংসদ নির্বাচনী কাজে যেভাবে হস্তক্ষেপ করছেন। শামীম ওসমান গতকাল সংবাদ সম্মেলন করে নৌকার পক্ষে, আইভীর পক্ষে ভোট চেয়েছেন। এটা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এর বিচারের ভার জনগণের কাছে দিলাম।’