বিএনপি-সমর্থিত ২ উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

Looks like you've blocked notifications!
বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল আলম (বাঁয়ে) ও নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

ফৌজদারি মামলা থাকায় নাটোরে বিএনপি-সমর্থিত দুই উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম এবং নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

নাটোরের দুই উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বরখাস্তের আদেশ আজ সোমবার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো হয়।

বড়াইগ্রামের বরখাস্ত হওয়া চেয়ারম্যান একরামুল আলম জানান, তাঁকেসহ দুজনকে বরখাস্তের আদেশের চিঠি পেয়েছেন। এর বিরুদ্ধে তিনি আদালতে যাবেন।

নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, তিনি এখনো বরখাস্তের চিঠি পাননি।

এর আগে দেশের বিভিন্ন স্থানে নাশকতাসহ বিভিন্ন মামলা থাকায় বিএনপি সমর্থিত একাধিক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলরকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।