নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে বাংলাদেশের ছয় জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য মতে, এর সংখ্যা চারজন।
আজ সোমবার দুপুরে দুই নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এঁরা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬),সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। ধরে নিয়ে যাওয়া এই জেলেদের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।
বিজিপির হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করা জেলে আবদুল আমিন (৩০) ও নূর মোহাম্মদ (৩২) এসব তথ্য জানিয়েছেন।
পালিয়ে আসা জেলেরা জানান, প্রতিদিনের মতো আজ সোমবার বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে তাঁরা আটজন নাফ নদে মাছ শিকার করতে যান। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী অস্ত্রের মুখে তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় নৌকা থেকে নদে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসার সময় আরেক জেলে আবদুল আজিজ তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে বাকি ছয় জেলে এখনো মিয়ানমারে বিজিপির কাছে রয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, জেলের সংখ্যা চারজন বলে তিনি শুনেছেন। জেলেরা মিয়ানারের জলসীমানায় মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।