নীলফামারীতে শিবিরের চার নেতাকর্মী গ্রেপ্তার
নীলফামারী থেকে ইসলামী ছাত্রশিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে জেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই চারজনকে আটক করে ডিমলা থানায় সোপর্দ করে। তবে সরকারদলীয় নেতাকর্মীরা তাদের আটক করে থানায় সোপর্দ করার এই তথ্য অস্বীকার করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাতে টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্বখড়িবাড়ি দীঘিরপাড় গ্রাম থেকে জালাল উদ্দিন (২২), তারাজুল ইসলাম (১৮), ওসমান গনি (১৯) ও শরীফকে (২১) আটক করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর এদের ডিমলা থানায় সোপর্দ করা হয়। পরে ডিমলা থানা পুলিশ তাঁদের নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায়।
তবে সরকারদলীয় নেতাকর্মীদের হাতে আটক হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান। তিনি জানান, গত রাতে দীঘিরপাড় গ্রাম থেকে চার শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। তাঁদের সবার বিরুদ্ধে অগ্নিসংযাগ ও সহিংসতার মামলা রয়েছে।