নারায়ণগঞ্জে নির্বাচন হবে রোল মডেল : সিইসি

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ছবি : এনটিভি

বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নারায়ণগঞ্জে একটি রোল মডেলের (অনুকরণীয়) সিটি নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ আশাবাদ ব্যক্ত করেন।

কাজী রকিবউদ্দীন বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার নির্দেশ, ভোটকেন্দ্রে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ সকল সময় মেইনটেইন করতে হবে। শুধু ভোটের দিন থেকে নয়, তার আগের দিন থেকে আমার মালপত্র ভোটকেন্দ্রে পৌঁছানোর পর থেকে সারারাত্রি পাহারা দিতে হবে। কোনোরকম বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না।’

নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সিইসি ছাড়াও তিন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। এ ছাড়া সব মেয়র প্রার্থী, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরাও যোগ দেন এতে। প্রত্যেকেই তাঁদের বক্তব্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘যে নির্বাচন আপনারা ২০১১ সালে উপস্থাপন করেছিলেন, সারা বাংলাদেশে সেটা আলোচিত প্রশংসিত হয়েছিল। আমি জিতেছিলাম বলে তাই নয়, কিন্তু একদম নিরপেক্ষ নির্বাচন হয়েছিল; নারায়ণগঞ্জের মানুষ ভোট দিতে পেরেছিলেন। আপনারা এমন সুন্দর নির্বাচন উপহার দেন, যাতে এখানে সরকার কোনো বিতর্কিত না হয়। কারণ, এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়, এটা স্থানীয় সরকার নির্বাচন।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘নিরাপদে আমরা কি ভোটকেন্দ্রে যেতে পারব, আমরা কি আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব? সেই বিষয়টা আপনারা নিশ্চিত করেন, তাহলে আমরা ভোটকেন্দ্রে যাব এবং ভোট দেব। আমরা মনে করি, নির্বাচন কমিশন এবং প্রশাসন সেই মূল্য দেবেন এবং জনগণের ভোটের অধিকার রক্ষা করবেন।’