পটুয়াখালীতে মানবপাচার মামলা, গ্রেপ্তার ২

Looks like you've blocked notifications!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মানবপাচার, প্রতিরোধ ও দমন আইনে ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার এ মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।   

এরা হলেন উপজেলার ধুলসার ইউনিয়নের বাসিন্দা পরান শরীফ ও মো. হাবিব। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এনটিভিকে জানান, গত রোববার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের আনোয়ার হোসেন মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন ধুলাসার ইউনিয়নের নবির হোসেন, ছোবাহান শরীফ, রহমত উল্লা, সবুজ, মো. হাচান, রোকেয়া, ছালমা, মাকসুদা বেগম ও জবিউল হক।

মামলার বরাত দিয়ে ওসি জানান, দুবাইয়ে হোটেলে কাজ দেওয়ার কথা বলে দুই লাখ ৪২ হাজার টাকায় আনোয়ারের ছেলে মো. আনিসকে নেপালে নিয়ে আন্তর্জাতিক দালালদের হাতে তুলে দেয় আসামিরা।

গত ২১ মে নেপালের দালালদের কবল থেকে পালিয়ে এসে কলাপাড়ার বজলুর রহমান আনোয়ারকে জানান, ছেলে আনিস নেপালে দালালদের হাতে বন্দি আছে এবং তাঁকে দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ এবং নির্যাতন করা হচ্ছে।

আনোয়ার পরান ও হাবিবসহ আসামিদের কাছে ছেলের সন্ধান ও টাকা ফেরত চাইলে উল্টো তাঁরা ছেলেকে ফিরিয়ে না দিয়ে খুন-জখমের হুমকি দেয়।