ছেলে হত্যার তদন্ত র‌্যাবকে দিতে মায়ের সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার রুহুল জামিল হত্যা মামলার তদন্ত র‍্যাবের কাছে হস্তান্তরের দাবিতে আজ মঙ্গলবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁর মা রওশন বানু। ছবি : এনটিভি

সোনারগাঁও উপজেলার রুহুল জামিল হত্যা মামলার তদন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন তাঁর মা রওশন বানু।

আজ মঙ্গলবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রওশন বানু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ভাই রুহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিহত রুহুল জামিলের স্ত্রী সালমা আক্তার নিশু, তাঁর দুই শিশুসন্তান, চাচা আবু সাঈদ, নিহতের শাশুড়ি রহিমা বেগম।

রওশন বানু বলেন, তাঁর স্বামী মাওলানা আবদুল মালেক কুমিল্লা ফয়জুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থাকাবস্থায় অসুস্থ হয়ে ১৯৯১ সালের ৪ নভেম্বর মারা যান।

স্বামীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সুখেরটেক গ্রামে বসবাস করছিলেন তিনি। এ অবস্থায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের জমিজমা দখলের জন্য ছেলেকে হত্যাসহ নানাভাবে হুমকি দেয়।

এ বিষয়ে সোনারগাঁও থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত ২৫ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রুহুল জামিল। পরদিন মহাসড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে হস্তান্তর করা হয়। তাতে কোনো অগ্রগতি হচ্ছে না। উল্টো আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলেন অভিযোগ করেন রওশন বানু। তাই হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত র‌্যাবের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।