‘অপমানের চেয়ে আমাকে মেরে ফেলতেন’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব সানারপাড়ের একটি বাড়ি থেকে পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন এনটিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার ভোরে পূর্ব সানারপাড়ের বাসা থেকেই সেলিমকে গ্রেপ্তার করা হয়। ওই বাসায় পেট্রলবোমাগুলো উদ্ধার করে পুলিশ। ভগ্নিপতির এ বাড়ির দেখাশোনা করার জন্য পরিবার নিয়ে সেলিম কয়েক বছর ধরে এ বাড়িতে সপরিবারে বাস করছেন। সেলিমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।
তবে সেলিমের দাবি, পুলিশ তাকে এমনিতেই বাসা থেকে তুলে নিয়ে এসেছে। সিদ্ধিরগঞ্জ থানায় তিনি সাংবাদিকদের সামনে বলেন, ‘এসব আমার কাছ থেকে পায়নি। আমি জানি না এসব সম্পর্কে। যদি আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করে আমার বাসায় এসব (পেট্রলবোমা) কে রেখেছে এটা আমি বের করব। আমি জানি না কে রেখেছে। কিন্তু বের করব।’ তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘এ অপমানের চেয়ে ভালো ছিল আমাকে মেরে ফেলতেন।’