বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহামুদ। ছবি : এনটিভি

বিএনপি এখন ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে হবে, বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহামুদ। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিএনপি যদি অতীতের মতো জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, পেট্রল বোমা নিক্ষেপ করে, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আগস্ট শোকের মাস হওয়ায় আমরা কর্মসূচি পালন করছি। কিন্তু, সেপ্টেম্বরে আমরা মাঠে নামব, বিএনপি পালোনোর পথ খুঁজে পাবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্য উৎপাদন করে নিজেরা খাব, বিশ্ববাসীকেও খাওয়াব ইনশা আল্লাহ। সেই লক্ষ্যেই এই শষ্যবীজ বিতরণ করা হচ্ছে।’

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখসহ অনেকে বক্তব্য দেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ কামাল ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে জুমার নামাজের পর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা।