যে ৫৭ সেনা কর্মকর্তা হারিয়েছিল জাতি
পিলখানা ট্রাজেডির ১৪ বছরপূর্তি আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি)। ২০০৯ সালের এই দিনে জাতি হারায় ৫৭ সেনা কর্মকর্তা। নারী ও শিশুসহ প্রাণ হারান আরও ১৭ জন। সেদিন তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিপথগামী কিছু সদস্য ধ্বংসলীলা বেদনাময় এই কালো অধ্যায়ের সৃষ্টি হয়। মর্মান্তিক ওই ঘটনার আজ ১৪ বছর।
উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, নিহত ৫৭ সেনা কর্মকর্তা হলেন–মেজর জেনারেল শাকিল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী, কর্নেল মো. মজিবুল হক, কর্নেল মো. আনিস উজ জামান, কর্নেল মোহাম্মদ মসীউর রহমান, কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক, কর্নেল মোহাম্মদ আখতার হোসেন, কর্নেল মো. রেজাউল কবীর, কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ, কর্নেল কাজী এমদাদুল হক, কর্নেল বিএম জাহিদ হোসেন, কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ, কর্নেল মো. নকিবুর রহমান, কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন, কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, কর্নেল মো. শওকত ইমাম, কর্নেল মো. এমদাদুল ইসলাম, কর্নেল মো. আফতাবুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন, লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম, লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান, লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ, লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক, লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব, লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান, মেজর মো. মকবুল হোসেন, মেজর মো. আব্দুস সালাম খান, মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ, মেজর কাজী মোছাদ্দেক হোসেন, মেজর আহমেদ আজিজুল হাকিম, মেজর মোহাম্মদ সালেহ, শহীদ মেজর কাজী আশরাফ হোসেন, মেজর মাহমুদ হাসান, মেজর মুস্তাক মাহমুদ, মেজর মাহমুদুল হাসান, মেজর হুমায়ুন হায়দার, মেজর মো. আজহারুল ইসলাম, মেজর মো. হুমায়ুন কবীর সরকার, মেজর মো. খালিদ হোসেন, মেজর মাহবুবুর রহমান, মো. মিজানুর রহমান, মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম, মেজর এস এম মামুনুর রহমান, মেজর মো. রফিকুল ইসলাম, মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল, মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর, মেজর মুহাম্মদ মোশারফ হোসেন, মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার, মেজর মোস্তফা আসাদুজ্জামান, মেজর তানভীর হায়দার নূর, ক্যাপ্টেন মো. মাজহারুল হায়দার।