নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আলমগীর হোসেন (৩৩) নামের আরও একজন মারা গেছেন। আজ শুক্রবার (৫ মে) দুপুরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে চারজনের মৃত্যু হলো।

এর আগে আজ সকালে দগ্ধদের মধ্যে নিয়ন (২০) নামের একজন মারা যায়।  

আজ বিকেলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুরে আলমগীর আর সকালে নিয়ন মারা যান।’

ডা. আইউব হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ভুলতা থেকে এখানে সাতজন দগ্ধ রোগী আসেন। গতকাল শংকর (৪০) নামে একজন মারা যান। এরপর রাতে ইলিয়াস (৩৫) নামে আরও একজন মারা যান।

বতর্মানে বার্ন ইনস্টিটিউটে এ ঘটনায় দগ্ধ তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ডা. আইউব।

গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ভূলতার গোলাকান্দাইলে রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের স্টিল মিলে বয়লার বিস্ফোরণে সাতজন দগ্ধ হন। 

বর্তমানে চিকিৎসাধীন তিন জন হলেন—মো. রাব্বি (৩৫), মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)।

জানা যায়, শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বয়লার বিস্ফোরণে গলিত গরম লোহা তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন।