সরকার শান্তিপূর্ণ সমাবেশে শুধু শুধু হামলা করছে : সালাম

Looks like you've blocked notifications!
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। এনটিভির ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ‘সরকারের আয়ু শেষ হয়ে আসছে। পতন নিশ্চিত দেখে তারা হিংস্র হয়ে উঠেছে। তাই আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শুধু শুধু হামলা করছে। গায়েবি মামলা দিয়ে মধ্যরাতে নেতাকর্মীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে।’ 

আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সালাম এসব কথা বলেন। ১০ দফা দাবি বাস্তবায়নসহ আগামী ২৬ মে’র জনসমাবেশ ও ২৭ মে’র বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সালাম বলেন, ‘আর কয়েকটা দিন, সরকারের পতন অনিবার্য। সরকার এটা বুঝতে পেরে মরণ কামড় দিচ্ছে। সারা দেশে আমাদের লাখ লাখ নেতাকর্মীদের হামলা মামলার মাধ্যমে নির্যাতন করছে। সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। তারা আমাদের সভা সমাবেশের অধিকার হরণ করছে। পুলিশ প্রশাসন মনে হয় আওয়ামী লীগের প্রশাসন, দখলদারের প্রশাসন। আমরা এই পরিস্থিতির অবসান চাই।’

বিএনপির এই নেতা বলেন, “আমাদের বক্তব্য স্পষ্ট, দলীয় সরকারের অধীনে এই দেশে কখনও সুষ্ঠু নির্বাচন হয়নি, হতে পারে না। অন্তত আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা দেশে ও বিদেশে কেউ বিশ্বাস করে না। তাই জনগণের দাবি মানতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনতে ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।”

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, এসকে সিকান্দার কাদিরসহ থানা ও ওয়ার্ডের শীর্ষ নেতারা।