খণ্ডিত নজরুলকে দেখার চেষ্টা হচ্ছে : মতিয়া চৌধুরী
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারলে কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হবে’ উল্লেখ করে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, খণ্ডিত নজরুলকে দেখার চেষ্টা করেছে কেউ কেউ। কিন্তু কবি নিজেকে সবার কবি হিসেবে আর্বিভূত হন।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে আজ বুধবার (২৫ মে) বিকেলে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেন।
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আজ ছিল প্রথম দিন।
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘কাজী রফিকউল্লাহ দারোগা যদি কবিকে কাজীর সিমলায় নিয়ে না আসতেন তাহলে নজরুল কবি হিসেবে পরিশীলিত হতেন না। ওই অল্প সময়ের শিক্ষা তাঁকে আলোকিত করেছিল। তিনি যদি পরিপূর্ণ জীবন পেতেন তাহলে কবি আমাদের আরও অনেক কিছু দিয়ে যেতে পারতেন। বিদ্রোহী কবি শুধু আমাদের রণসঙ্গীত নয়, তিনি সৃষ্টি সুখের উল্লাসে কর্মকে উপস্থাপনের চেষ্টা করেছেন। তাঁকে যেন আমরা খণ্ডিতভাবে উপস্থাপন না করি।’
জন্মবার্ষিকীতে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্মারক বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর। সম্মানিত বক্তা ছিলেন কবির দৌহিত্রী খিলখিল কাজী।
আরও বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদান, সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহা. মাছুম আহাম্মদ ভুইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মুহাম্মদ শামসুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
এ উপলক্ষে নজরুল একাডেমি মাঠে গ্রামীণ মেলা বসেছে। এর আগে আজ সকালে ময়মনসিংহ নগরীতে নজরুল সেনা স্কুলের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।