গাজীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা, ব্যবস্থা নিতে পুলিশকে ইসির চিঠি

Looks like you've blocked notifications!
নির্বাচন কমিশন। এনটিভির ফাইল ছবি

বহুল আলোচিত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে। তবে, নির্বাচনের পর বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সহিংসতার ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয় ওই চিঠিতে।

আজ সোমবার (২৯ মে) বিকেলে নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তথ্য তুলে ধরে ইসি জানায়, ‘নির্বাচন পরবর্তী সহিংসতা, টঙ্গীতে অর্ধশতাধিক নারী-পুরুষ ঘরছাড়া’ শিরোনামে সোমবার একটি দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২৫ মে অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনোত্তর ৫৭ নম্বর ওয়ার্ডের কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি, হামলা, আহত ইত্যাদি ঘটনা ঘটেছে। তাই প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে এবং বিষয়টি ইসিকে অবহিত করতে গাজীপুরের পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২ এ উল্লিখিত সংজ্ঞায় উপবিধি (২) মোতাবেক নির্বাচনপূর্ব সময় অর্থ-নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত সময়কাল। আচরণ বিধিমালার বিধি-১৮ অনুসারে কোনো ব্যক্তি নির্বাচন উপলক্ষে কোনো নাগরিকের জমি, ভবন বা অন্য কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির কোনরূপ ক্ষতিসাধন, অনভিপ্রেত গোলযোগ ও উচ্ছৃঙ্খল আচরণ দ্বারা কারও শান্তিভঙ্গ করতে পারবে না।’

উল্লিখিত কার্যক্রম নির্বাচনি আইন, বিধিমালা, আচরণ বিধিমালা ভঙ্গ ছাড়াও প্রচলিত ফৌজদারি আইনের পরিপন্থী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।