শিশু অপহরণের পর হত্যার অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু অপহরণ ও হত্যার দায়ে এই ৩ আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জুঁই আক্তার নামে এক শিশুকে অপহরণ করে হত্যার দায়ে তিন আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৩০ মে) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। শাহজালাল ও আশরাফুল ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আদাসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদাসুজ্জামান বলেন, ‘২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে রূপগঞ্জের ভুলতা টেকপাড়া এলাকা থেকে জুঁইকে অপহরণ করে হত্যা করেন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা। পরে এ ঘটনায় জুঁইয়ের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এবং দোষ প্রমাণিত হওয়ায় জাকির হোসেন, শাহজালাল ও আশরাফুলকে ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।’