এলসি খুলে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে অনলাইনে প্রতারণা ও বিদেশ থেকে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের এলসি খুলে দেওয়ার নামে ডলার প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি এনায়েত কবির শোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফ আবেদীন ওরফে জিসান (৪৪), অনিক হোসেন (২৮), শাওন আহম্মেদ (২৭) ও  মো. নাসিম খান (২৮)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ কম্পিউটার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এনায়েত কবির শোয়েব জানান, রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এনায়েত কবির শোয়েব বলেন, ‘চক্রটি ডলার সংকটের কথা বলে বিদেশ থেকে ব্যবসায়ীদের পণ্য কেনার জন্য বিদেশি কোম্পানিগুলোর ব্যাংক একাউন্টে এলসি বা টিটির টাকা পাঠানোর নামের ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এছাড়া এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধে প্রতারণা করে আসছিল।  তারা ভুয়া বিল তৈরি এবং অবৈধ বিটকয়েনের ব্যবসাও করে আসছিল।’ গ্রেপ্তারকৃতরা প্রতারণায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।