নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে ছাড় দেওয়া হবে না : মায়া চৌধুরী
‘আওয়ামী লীগ ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে কাউকে রেহাই দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াতের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মায়া চৌধুরী এই মন্তব্য করেন।
মায়া চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের বিধি ও আইন কানুন মেনেই আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায়। যারা নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে—তাদের বিরুদ্ধে এখন থেকেই লড়াই শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সাজেদুল হক চৌধুরী দিপু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটনসহ আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।