ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের
কুমিল্লার সদর দক্ষিণে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছে। আজ শনিবার (৩ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর জেলখানা বাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–কুমিল্লার বাতাইছড়ি পাকামুড়া এলাকার সোহাগ (৩৫) ও তার ছেলে সোহেল (১৪)।
বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, সিএনজিচালিত অটোরিকশাটি বিজয়পুর বাজারের দিকে যাচ্ছিল। জেলখানাবাড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় যানটি ক্রসিংয়ের ওপরে ওঠে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আস ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান।
জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে লাকসাম রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’