মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Looks like you've blocked notifications!
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মারা যাওয়া দুই বাংলাদেশি। ছবি : এনটিভি

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশ হজ কার্যালয়।

নিহত ব্যক্তিরা হলেন—ডা. মো. সফিকুল ইসলাম (৫৮)। তিনি পাবনা সদরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০৪২৮৬৮১৮। অপরজন মো. আলী হোসেন (৬৭)। তিনি ঝিনাইগাতী শেরপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর  এ০৭১৫৩৭৩৭।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

আজ সকাল পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৯২৫ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।