ভিসা নীতির পর সরকার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : আহমেদ আযম

Looks like you've blocked notifications!
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন। ছবি : বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতির ফলে সরকার দিশেহারা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। তিনি বলেছেন, ‘ভিসা নীতির পর সরকার দিশেহারা হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’

আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় আযম খান এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ দলটির শীর্ষ নেতাদের সাজা বাতিল ও গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আযম খান বলেন, ‘সরকার বলছে, আমেরিকা ভিসা নীতি বিএনপির বিরুদ্ধে প্রয়োগ করছে। আমরা ভিসা নীতিকে স্বাগত জানায়। আমরা সুষ্ঠু ভোটের বিরুদ্ধে নই, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। সরকার প্রধান বলছেন, তারা আমেরিকা যাবে না। আমেরিকা থেকে কোনো পণ্য কিনবে না। বাংলাদেশে আমেরিকার ২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আছে। আমেরিকায় বাংলাদেশের সবচাইতে বেশি রপ্তানি বাজার।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘করোনার সময় আমেরিকার ছয় কোটি ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছে। মিয়ানমার থেকে যে রোহিঙ্গারা আসছে তাদেরকে খাবার পড়ানোর দায়িত্ব পালন করছে আমেরিকা। এখন সরকার শুধু অবৈধভাবে ক্ষমতার টিকে থাকার জন্য আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে জনগণকে বিপদে ফেলতে চায়। তা জনগণ মেনে নেবে না।’

আযম খান বলেন, ‘বিচার বিভাগ সম্পূর্ণ বেআইনিভাবে বিএনপি নেতাকর্মীদের সাজা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বিনা কারণে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে। এর প্রমাণ আমেরিকার কাছে থাকার কারণে গণতন্ত্র ফিরে আনার লক্ষ্যে ভিসানীতি প্রয়োগ করেছে।’

বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম সিদ্দিকী, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন ভুলু, বিএনপির নির্বাহী কমিটির আলমগীর হোসেন প্রমুখ।