ফরিদপুরে চুরির অপবাদে দুই শিশুকে নির্যাতন, আটক ১

Looks like you've blocked notifications!

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপলডাঙ্গা গ্রামে টিউবওয়েল চুরির অপবাদে দুই শিশুকে ভয়াবহ নির্যাতন করা হয়েছে। এ ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর দুই শিশুকে নির্যাতনের অভিযোগে নজরুল শেখ নামে একজনকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজমুল শেখের বড় ভাই নজরুল শেখের একটি টিউবওয়েল সম্প্রতি চুরি হয়। ইউপি সদস্য মো. নাজমুল শেখ (৩৯), তার ভাই নজরুল শেখ (৪৩) ও একই গ্রামের হাসান খন্দকার (৩৫) মিলে টিউবওয়েল চুরির অপবাদে সুমন শেখ (৯) ও সৌরভ আলী (১০) নামে দুই শিশুকে পায়ে শিকল বেঁধে উত্তপ্ত ধানের চাতালে শুইয়ে কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মরধর করেন। গত মঙ্গলবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সুমন শেখ (৯) ওই ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের খাঁ পাড়া এলাকার দরিদ্র রিকশাচালক মিন্টু শেখের ছেলে। মিন্টু শেখ ঢাকায় রিকশা চালান। সুমন গ্রামের বাড়িতে দাদা-দাদির সঙ্গে বসবাস করে। অপর শিশু সৌরভ আলী একই ইউনিয়নের মুক্তারপুর গ্রামের কৃষক আলী আকবর শেখের ছেলে।

নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতে পারছে না ভুক্তভোগী ওই দুই পরিবার। এমনকি এ ব্যাপারে আইনের আশ্রয় নিতেও ভয় পাচ্ছে বলে জানায় তারা।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার একজনকে আটক করা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি। তবে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’