প্রশিক্ষণকক্ষে হৃদরোগে ইউএনওর মৃত্যু
ভারতে প্রশিক্ষণ নিতে গিয়ে প্রশিক্ষণকক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন (৩৭) মারা গেছেন। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মিসৌরিতে এক প্রশিক্ষণ কেন্দ্রে তিনি মারা যান।
ইউএনও আল আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি। তিনি বলেন, প্রশিক্ষণ কক্ষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয় অসুস্থ হয়ে পড়েন ইউএনও আল আমিন। পরে তাঁকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ বাংলাদেশে নিয়ে আসার জন্য ভারতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।’
সহকারী কমিশনার (ভূমি) ও বাউফল উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমান জানান, ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে ইউএনও হিসেবে যোগদান করেন আল আমিন। গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারতে যান তিনি। জেলা প্রশাসন এবং তাঁর কর্মস্থলে ইউএনও আল আমিনের খুব জনপ্রিয় ক্যাডার অফিসার হিসেবে খ্যাতি রয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনওর বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তাঁর বাবার নাম বীর মুক্তিযোদ্ধা হাসেম মাস্টার। তিনি যমজ মেয়ে সন্তানের জনক। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বাউফলের অফিসপাড়াসহ শুভান্যধায়ীদের মধ্যে। স্বামীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছুক্ষণ পরই স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বাউফলের সরকারি বাসভবন থেকে আমতলী উপজেলায় গ্রামের বাড়িতে চলে গেছেন।
এদিকে, এক শোক বার্তায় ইউএনওর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. শরীফুল ইসলামসহ সদস্যরা।