চীন ও আরব দেশগুলোর মধ্যে বিশাল বিনিয়োগ চুক্তি

Looks like you've blocked notifications!
রিয়াদে আরব-চীন বাণিজ্য সম্মেলনে রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) ভাইস চেয়ারম্যান হু চুনহুয়া। ছবি : এএফপি

রিয়াদে চীন ও আরব দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্মেলনে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের রাজধানীতে দশম আরব-চীন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

সৌদি আরবের যুবরাজ সালমান বলেন, ‘আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিল (চুক্তি) পাব, সেখানেই যাব।’

রিয়াদের সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি গিয়েছেন। গত মার্চে সৌদির রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা সৌদি আরামকো চীনের সঙ্গে দুটি বড় বিনিয়োগ চুক্তিতে সই করেছে।

সৌদির যুবরাজ বলেন, ‘চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। এর কিছুটা সৌদি আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।’

সৌদির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফলিহ বলেন, ‘চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যেসব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে।’

সম্মেলন শেষ হলে চুক্তির পরিমাণ জানানো হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যেই এই বিনিয়োগ চুক্তির ঘোষণা এলো।