শিক্ষার্থী জিদনীর মৃত্যুর সঠিক কারণ তদন্তের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থী তায়েবাতুন জিদনীর মৃত্যুর সঠিক কারণ তদন্তের দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের বাসিন্দা শিক্ষার্থী তায়েবাতুন জিদনীর (২৫) মৃত্যুর সঠিক কারণ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সেঁজুতি সাংস্কৃতিক একাডেমি ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (১২ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে তারা।

তায়েবাতুন জিদনী নালিতাবাড়ী পৌরশহরের শিক্ষিকা হাসনাহেনা ও জয়নাল আবেদিনের সন্তান।

ময়মনসিংহে কাঁচিঝুলি এলাকার নাসা টাওয়ারে শিক্ষার্থীদের একটি হোস্টেলে মৃত অবস্থায় পাওয়া যায় জিদনীকে। এই মৃত্যুকে অস্বাভাবিক আখ্যা দিয়ে সঠিক তদন্তের দাবিতে মানববন্ধনে বক্তব্য দেন নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শ্যামল দত্ত, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল মুনীরুজ্জামান, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, জিদনীর শ্বশুর আবুল হোসেন, শাশুড়ি রাহিমা হোসেন প্রমুখ।

জিদনী ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকার নাসা টাওয়ারের একটি হোস্টেলে থেকে পড়াশোনা করতেন। গত ৭ জুন রাতে তাঁকে মৃত অবস্থায় হোস্টেল থেকে উদ্ধার করে পুলিশ। পরে এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ।

জিদনীর পরিবার এটাকে আত্মহত্যা মানতে নারাজ। তাদের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে।