গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার গড়াই নদে ঢাবি শিক্ষার্থীর নিখোঁজের পর তীরে এলাকাবাসী। ছবি : এনটিভি

কুষ্টিয়ার গড়াই নদে গোসল করতে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই শিক্ষার্থীর নাম তানভীর (২৩)। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র।

আজ সোমবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তানভীরের সন্ধানে কাজ করছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ঢাবির ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে   মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহ কুঠিবাড়ির উদ্দেশে। পথিমধ্যে কুমারখালীর উপজেলার মাস-উদ-রুমী সেতু সংলগ্ন গড়াই নদে গোসল করতে নামেন তাঁরা। পাঁচ বন্ধু নদীতে নামলে নদীর প্রবল স্রোতে তিনজন তলিয়ে যান। পরে কোনো মতে চারজন নিরাপদে তীরে ভিড়লেও নিখোঁজ হন তানভীর।

বিষয়টি কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার স্টেশনে জানানো হলে তারা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর দেওয়া হয় খুলনায় ডুবুরিদলকেও। সন্ধ্যায় চার সদস্যের একটি দল উদ্ধার তৎপরতায় কাজ শুরু করলেও রাত ৯টা পর্যন্ত সন্ধ্যান পাওয়া যায়নি নিখোঁজ তানভীরের। তাঁর বাড়ি বরগুনা জেলায়।