পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন : তথ্যমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/13/thotho.jpg)
বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচন হয়েছে গতকাল। দুই সিটিতেই মেয়র হিসেবে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন। একইসঙ্গে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। ইসলামী আন্দোলন পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতেই আগামী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে, আগামী নির্বাচনেও তাদের কোনো ভরসা নেই। এজন্য আগেভাগেই পাততাড়ি গুটিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বরিশালে ৫০ শতাংশের বেশি, আর খুলনায় ৫০ শতাংশের কাছাকাছি ভোট কাস্ট হয়েছে। এতেই প্রমাণ হয়, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি।’
বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থীকে ঘুষি মারার ঘটনা নিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘যে বা যারাই এটি করেছে, সেটি নির্বাচন কমিশন তদন্ত করছে। প্রশাসন তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সবকিছু ছাপিয়ে সবচেয়ে আশাব্যঞ্জক, অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।’