তিনটি স্বর্ণের বারসহ চোরাচালানি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা সীমান্ত থেকে স্বর্ণের বারসহ মো. মজনু খান নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। ছবি : এনটিভি

সাতক্ষীরা সীমান্ত থেকে তিনটি স্বর্ণের বারসহ মো. মজনু খান (৪১) নামে এক চোরাচালানিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট ঠাকুরবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার হয়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক সন্ধ্যা সাড়ে ৭টায় হোয়াটসঅ্যাপে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। আটক মো. মজনু মানিকগঞ্জ জেলার সিংড়া থানার চাড়াভাঙা গ্রামের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক জানান, ঝাউডাঙা ক্যাম্পের আওতায় কাজীরহাট সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মো. মজনু খান নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন ৩৪৯ গ্রাম ৯২০ মিলিগ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। উদ্ধার করা স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।