বর্তমান সরকার ক্রীড়াবান্ধব : প্রাণিসম্পদমন্ত্রী

Looks like you've blocked notifications!
মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। ফোকাস বাংলার ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ায় যারা ভালো করছে বর্তমান সরকারের আমলে তাদের প্লট, ফ্লাট, টাকা ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়া উন্নয়নের জন্য যা করেছেন, তা অন্য কেউ করেনি। 

শুক্রবার (১৬ জুন) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাজনৈতিক নেতাদের পেছনে স্লোগান না দিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে যুবকদের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল করিম বলেন, ‘সবার মধ্যেই প্রতিভা রয়েছে। আর সেই প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এজন্য যুবকদের মাদক থেকে দূরে থাকতে হবে। এ ছাড়া, জীবনে বড় হতে হলে বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্নকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া কার্যালয়ের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় অনুষ্ঠিত খেলায় ১৩টি কলেজ অংশ নেয়। ফাইনাল খেলায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ৩-১ গোলে রাজলক্ষী স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে।

সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মোহা. আব্দুল কাদেরসহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্য শেষে মন্ত্রী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।