বগুড়ায় তারুণ্যের সমাবেশে হৃদরোগে যুবদলনেতার মৃত্যু
বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিতে গিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আজিজুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার (১৯ জুন) সকালে তিনি মারা যান।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজাদ হোসেন বলেন, আজ সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে বগুড়ায় তারুণ্যের সমাবেশে যান আজিজুল হক। এক পর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
আজিজুল হকের অকাল মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু শোক প্রকাশ করেছেন।