ইউপি তথ্যসেবা কেন্দ্রের পরিচালনা বিধি নিয়ে হাইকোর্টের রুল
ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোর (ইউআইএসসি) সেবার মান উন্নয়ন, কেন্দ্রগুলো সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত পরিপত্রের বিধি ২.৩ (ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনার বিষয়ে উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র সই) কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্থানীয় সরকার সচিব, ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, এ টু আই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর ও বিভিন্ন জেলার ডিসিসহ ৫২ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার (১৯ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার শেখ মো. সামিউল ইসলাম জুয়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল।
এর আগে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেন দেশের বিভিন্ন ইউনিয়নের ডিজিটাল সেন্টারের ৩১৮ জন উদ্যোক্তা। রিটে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন ও কেন্দ্রগুলো সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত পরিপত্রের ২.৩ বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয়।